
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। গত রোববার (৬ ফেব্রুয়ারি) এফডিসির উন্মুক্ত প্রাঙ্গণে শপথ গ্রহণ শেষে দুই বছর মেয়াদি চেয়ারে বসেন তিনি। তবে নিপুণ গায়ের জোরে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন বলে জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
তিনি বলেন, ‘আমি এখনও ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। এফডিসিতে নিপুণ বহিরাগত ছেলেদের নিয়ে এসে গায়ের জোরে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন, এ কারণে আমি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছি। ১৭৬ জন ভোটার আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছে। এর সম্মান আমাকে রাখতেই হবে।’
জায়েদের অভিযোগ, আপিল বোর্ডের প্রধান পরিচালক সোহানুর রহমান সোহান, মোহাম্মদ হোসেনকে নিয়ে নিপুণ শুক্রবার রাতে বনানীর একটি রেস্তোরাঁয় বসে এই নীল নকশা তৈরি করে। ওদের গোপন এই তথ্য আমার কাছে আছে। আইনের কাছে এই নীল নকশা হেরে যাবে।
আইনি পদক্ষেপের কথা জানিয়ে এই চিত্রনায়ক বলেন, ‘অবৈধভাবে নির্বাচিত সাধারণ সম্পাদককে যেন শপথ না করানো হয় এ জন্য আমি সোহানুর রহমান সোহান ও মোহাম্মদ হোসেনকে গতকালও আইনি নোটিশ পাঠিয়েছি। তারা কেউ আইন মানছেনই না। এখন আমার একটাই পথ আইনি প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যাওয়া।’