10.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

দিনটি ভালোবাসি বলার

দিনটি ভালোবাসি বলার - the Bengali Times
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে পরিচিত একটি শব্দ হলো প্রপোজ ডে। প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে এ দিবসটি পালিত হয়ে থাকে। আজ ভালোবাসার মানুষকে প্রপোজ করার দিন। যদি আপনার কারও প্রতি ভালোবাসা থাকে তবে তা প্রকাশ করার শ্রেষ্ঠ দিনটি হলো আজ। কিন্তু চিন্তায় আপনার কপালে ভাঁজ পড়েছে, কীভাবে আপনার প্রিয় মানুষকে প্রপোজ করবেন।

বর্তমান সময় বদলাচ্ছে, সেই সঙ্গে বদলে যাচ্ছে প্রেমের ধরণ। এখন আর সেই লাভ লেটার বা গ্রিটিংস কার্ড নেই। চোখে চোখে কথা বলার চেয়ে ভিডিও কলেই লম্বা বার্তালাপ বেশি পছন্দ এ প্রজন্মের কাছে। তাই এবারের প্রপোজ ডে-তে আপনার প্রেম নিবেদনও হোক একেবারে অন্যরকম। বস্তাপচা আই লাভ ইউ না বলে, বরং এবার প্রেম উজাড় হোক একেবারে নতুনভাবে।

- Advertisement -

প্রিয়জনকে কীভাবে ভিন্নভাবে প্রেম নিবেদন করবেন, সেটি একনজরে দেখে নেওয়া যাক-

‘আই লাভ ইউ’, ভালোবাসার এ শব্দটি বহুল প্রচলিত ও জনপ্রিয়। তবুও এখনও এ শব্দটির রঙ ফিকে হয়ে যায়নি। তবে এবার এ শব্দটি ছেড়ে অন্য কিছু বলে ফেলুন। অন্য ভাষাতেই না হয় মনের কথা বলুন। ফরাসি, চাইনিজ, কিংবা জাপানি হলেও ক্ষতি নেই। গুগল ট্রান্সলেটরে গিয়ে চটপট জেনে ফেলুন ‘আই লাভ ইউ’-এর জাপানি কিংবা স্প্যানিস ভাষা কি। ব্যস, এরপর প্রিয়জনকে চমকে দিন। আর প্রেমিক বা প্রেমিকা যদি হয় ভিনদেশের তাহলে তার দেশের ভাষাতেই করুন প্রেম নিবেদন। ব্যাপারটা কিন্তু জমে যাবে। কিংবা মনের কথা বলুন নিজের ভাষাতেই। প্রিয় মানুষকে বাংলাতেই জানিয়ে দিন আমি তোমাকে ভালোবাসি।

শুধু মুখে না বলে, সাদা কাগজে লিখেও প্রকাশ করতে পারেন আপনার প্রেম। মনের মানুষকে চমকে দিতে, কাগজে বড় বড় করে লিখে ফেলুন 143। প্রেমিক বা প্রেমিকাকে আন্দাজ করতে দিন আপনি ঠিক কী লিখতে চেয়েছেন। চুপি চুপি করে জানিয়ে রাখি, এর মানে 1 = I, 4= LOVE, 3= YOU।

কবিতা লিখুন নিজেই। ছন্দ মিলুক বা না মিলুক কবিতার লাইনে যেন থাকে প্রিয় মানুষের নাম। ব্যস দেখবেন এতেই আপনার প্রিয় মানুষ প্রেমে একেবারে হাবুডুবু খাবে।

এ ছাড়াও পড়ে শুনাতে পারেন রোমিও-জুলিয়েট কাহিীন, কিংবা রবি ঠাকুরের প্রেমের কবিতা। এই আইডিয়াটির জোর আই লাভ ইউ-এর থেকেও অনেক বেশি।

সূত্র: সংবাদ প্রতিদিন

- Advertisement -

Related Articles

Latest Articles