11.8 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

যে কারনে লতার শেষকৃত্যে যায়নি অমিতাভ

যে কারনে লতার শেষকৃত্যে যায়নি অমিতাভ - the Bengali Times

লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর শুনেই তাঁর বাড়িতে ছুটে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। ধবধবে সাদা পাঞ্জাবি, মুখে মাস্ক, গায়ে ঘিয়ে চাদর জড়িয়ে পাপারাৎজিদের ভিড় ঠেলে প্রয়াত গায়িকাকে শেষ বারের মতো দেখতে পৌঁছে যান ‘বিগ বি’। সেই ‘বিগ বি’, যাঁর অসংখ্য ছবিতে গান গেয়েছিলেন লতা। কিন্তু গায়িকার শেষকৃত্যে বলিউডের অন্যান্য তারকারা থাকলেও দেখা মিলল না অমিতাভের। খবর আনন্দবাজারের

- Advertisement -

জানা যায়, মূলত কোভিড বিধি বজায় রাখতে লতার শেষকৃত্যে থাকেননি অমিতাভ। শিবাজি পার্কে গায়িকার শেষকৃত্য সম্পন্ন হয়। অগুণতি মানুষ গায়িকাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন সেখানে। ছিলেন শাহরুখ খান, রনবীর কপূর, শ্রদ্ধা কপূরের মতো তারকারাও। কিন্তু সাবধানতা বজায় রাখতে শিবাজি পার্কে যাননি অমিতাভ। তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, “মিস্টার বচ্চন লতাজির বাড়িতে গিয়েছেন। ওঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তিনি ভিড়ের মধ্যে শেষকৃত্যে উপস্থিত হননি।”

- Advertisement -

Related Articles

Latest Articles