
ব্যাটে-বলে অল-রাউন্ড পারফর্মেন্সে আবারও ফরচুন বরিশালকে দারুন জয় এনে দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। আজ শুক্রবার মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে তিনি ১ উইকেট শিকার করেন। এরপর ব্যাটিংয়ে নেমে হয়ে ওঠেন ভয়ংকর।
সাকিবের ২৯ বলে অপরাজিত ৫১* রানের ইনিংসে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে ফরচুন বরিশাল।
সেটাও আবার ২৭ বল হাতে রেখে। সাকিবে সামনে স্রেফ পাত্তাই পায়নি ঢাকার বোলাররা। ঝড়ো ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৬টি চার এবং ২টি বিশাল ছক্কা।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির। আজ তিনি জীবনসঙ্গীর খেলা দেখতে চলে আসেন মিরপুর শেরে বাংলায়। যেন অনেকদিন পর চোখের সামনে দেখেন সাকিবের দুর্দান্ত পারফর্মেন্স। বিশ্বসেরা অল-রাউন্ডারের জ্বলে ওঠা বাংলাদেশের ক্রিকেটের জন্যই তো সুখবর।