4.1 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

বিশ্বের খর্বকায় স্ট্রিপার, প্রেমে মজে ভাইরাল

বিশ্বের খর্বকায় স্ট্রিপার, প্রেমে মজে ভাইরাল - the Bengali Times
ছবি সংগৃহীত

সাসি ক্যাসি নামের খর্বকায় এক তরুণীর প্রেম নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। ৩২ বছর বয়সী ২ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই নারী, বিউ ব্লেক নামের ১৯ বছর বয়সী ৫ ফুটি ৭ ইঞ্চি উচ্চতার এক তরুণের প্রেমে মজেছেন।

তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই পড়ে গেছে। অনেকে নেতিবাচক মন্তব্যও করছেন, তবে ১৩ বছরের ব্যবধান ও উচ্চতার বিশাল পার্থক্য নিয়েও দিব্যি প্রেম করছেন তারা। থাকছেন একসঙ্গেই।

- Advertisement -

জানা গেছে, সাসি ক্যাসি পেশায় একজন ‘স্ট্রিপার’ (ডেটিং অ্যাপের পোশাক ছাড়া শরীর দেখিয়ে টাকা আয়কারী), গত গ্রীষ্মে তার সঙ্গে বিউ ব্লেকের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ক্যাসি জানান, বয়সের পার্থক্যের কারণে এক মন্তব্যকারীরা তাকে ব্লেকের মা বলে সম্বোধন করেন। এটা তার কাছে ‘নিষ্ঠুর মন্তব্য’।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিশ্বের খর্বকায় স্ট্রিপার ক্যাসি এক ধরনের হাড়ের রোগ নিয়ে জন্মগ্রহণ করেন। এতে করে তিনি ছোটই থেকে যান। এই রোগটিকে বলা হয় ‘কার্টিলেজ হেয়ার হাইপোপ্লাসিয়া’।

- Advertisement -

Related Articles

Latest Articles