দীর্ঘদিনের বন্ধু মিশরের পেশাদার ঘোড় দৌড়বিদ নায়েল নাসেরকে জীবনসঙ্গী করেন বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসের মেয়ে জেনিফার গেটস।
২০২১ সালে জেনিফারের ঘোড়ার খামারে ছিলো তাদের বিয়ের আয়োজন। দেখতে দেখতে এক বছর পেরোলে তাদের সংসার জীবন।
২০১৮ সালে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পর বাবা-মার কাছ থেকে ১২৪ একরের খামারটি উপহার পান বিল গেটস কন্যা।
মূলত ভালোবাসা মানুষ বলেই ঘোড় দৌড়বিদকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন গেটসের কন্যা।