
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন গেল ২৮ জানুয়ারি শেষ হলেও এখনো আলোচনা তুঙ্গে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদের ভোটে ‘অনিয়মের’ অভিযোগের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে আদালতের দ্বারস্থ হয়েছে দুই পক্ষ। আগামী ১৩ ফেব্রুয়ারি চূড়ান্ত রায় দেবেন আদালত। এরই মধ্যে সমিতির কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী অভিনেত্রী রোজিনা পদত্যাগ করলেন।
ছবি সংগৃহীত
ব্যক্তিগত কারণ, নতুন কাজের ব্যস্ততা দেখিয়ে ডিজিটাল মাধ্যমে কার্যকরী পদ থেকে অব্যাহতি চেয়ে সভাপতি বরাবর পদত্যাগ চেয়ে আবেদন করেছেন।
আশির দশকের এই অভিনেত্রী গেল মেয়াদের কমিটিতেও দায়িত্ব পালন করেছেন। তবে এবার কেন পদত্যাগ করলেন?
বিএফডিসি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই এই অভিনেত্রীর সহ-অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে নিয়ে চর্চা হচ্ছে। তাহলে কি তার কারণে পদত্যাগ করলেন? তবে বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন রোজিনা।
আরও পড়ুন: আমার কাছে ভালোবাসার মানে সম্মান: অপু বিশ্বাস
২০২২/২০২৪ মেয়াদের এই নির্বাচনে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন রোজিনা। তাদের ভোটের মূল্য দিতে সমিতির পদে না থাকলেও কাজ করে যাবেন তিনি। এমনটাই জানালেন রোমান্টিক এই অভিনেত্রী।