5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

বাধ্যতামূলক ভ্যাকসিনেশনের বিপক্ষে একটিমাত্র হাসপাতাল

বাধ্যতামূলক ভ্যাকসিনেশনের বিপক্ষে একটিমাত্র হাসপাতাল - the Bengali Times
নটর ডেম হসপিটাল

বাধ্যতামূলক ভ্যাকসিনেশনের বিরোধিতা করেছে অন্টারিওর একটিমাত্র হাসপাতাল। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড হাসপাতাল কর্মীদের বাধ্যতামূলক ভ্যাকসিনেশনের আওতায় আনার ব্যাপারে গত অক্টোবরে স্বাস্থ্য খাতের নেতাদের কাছ থেকে যে লিখিত মতামত চেয়েছিলেন তার অনুলিপির জন্য ফ্রিডম অব ইনফরমেশন আইনে দ্য কানাডিয়ান প্রেস আবেদন করে।

এর ফলে কর্মী সংকট দেখা দিতে পারে এমন উদ্বেগ থেকে ভ্যাকসিন না কর্মীদের নিয়মিত কোভিড পরীক্ষার নীতিতেই শেষ পর্যন্ত অনড় থাকেন ডগ ফোর্ড। তবে অনেক হাসপাতাল এর বাইরে গিয়ে চাকরির শর্ত হিসেবে ভ্যাকসিনেশনকে ব্যবহার করে। ফোর্ডকে লেখা মহামতে অনেক হাসপাতালের প্রধান নির্বাহীই এই নীতির ফলে ভ্যাকসিন নেওয়ার হার বৃদ্ধি ও কর্মী সংকট কম থাকার মতো ফলাফলের বিষয়টি উল্লেখ করেন। ওইসব চিঠির অনেকগুলোতে অন্টারিও হসপিটাল অ্যাসোসিয়েশনের অবস্থানের প্রতি সমর্থন জানানো হয়েছে। অ্যাসোসিয়েশন সব হাসপাতালকে নিরাপদ রাখতে ভ্যাকসিন গ্রহণকে বাধ্যতামূলক করার দাবি জানায়। একমাত্র ব্যতিক্রম হিসেবে অন্টারিওর হার্স্টের এক্িট হাসপাতাল প্রদেশজুড়ে ভ্যাকসিন বাধ্যতামূলক না করার আহ্বান জানায় প্রিমিয়ার ডগ ফোর্ডকে।

- Advertisement -

হাসপাতালটির নাম হপিটাল নটর-ডেম হসপিটাল। এর প্রধান নির্বাহী কর্মকর্তা লিজা ফোর্টিয়ের ১৯ অক্টোবর লেখা তার চিঠিতে সেবা কমাতে হতে পারে অথবা নার্সিং এজেন্সিকে উচ্চ ফি পরিশোধ করতে হতে পারে আশঙ্কা প্রকাশ করেন।
ফোর্টিয়ের উল্লেখ করেন, উত্তর অন্টারিওতে তার গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিনেশনের হার ৬০ থেকে বেড়ে ৭৪ শতাংশে উন্নীত হয়েছে। প্রাদেশিক সরকার রেস্তোরাঁ, জিম ও অন্যান্য কর্মকা-ে ভ্যাকসিন সনদ দেখানো বাধ্যতামূলক করার পর এই উন্নতি পরিলক্ষীত হয়েছে।

প্রদেশের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে প্রিমিয়ার ডগ ফোর্ড ও স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিয়া এলিয়ট বারবার এই কথা বলার চেষ্টা করেছেন যে, ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোর ওপর চাপ তৈরি হবে। প্রদেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলক ভ্যাকসিনেশনের আওতায় আনার নীতির প্রতি সমর্থন ব্যক্ত করা কিছু গ্রামীণ হাসপাতালও কর্মী সংকটের কারণে সম্ভাব্য চাপ নিয়ে উদ্বেগের কথা প্রিমিয়ার ডগ ফোর্ডের কাছে তুলে ধরেছেন। তবে বিষয়টি সহজ করতে সময়সীমা নমনীয় রাখার আহ্বান জানায় হাসপাতালগুলো। অন্যরা প্রদেশ নেতৃত্বাধীন অপেক্ষাকৃত নমনীয় ভ্যাকসিনেশন নীতি কর্মীদের অন্য চাকরিতে চলে যাওয়ার উদ্বেগ থেকে নিয়োগদাতাদের কিছুটা মুক্তি দেবে বলে উল্লেখ করেছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles