9.7 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

রমিজকে মিস করেন অস্ট্রেলিয়ান সুন্দরী!

রমিজকে মিস করেন অস্ট্রেলিয়ান সুন্দরী! - the Bengali Times
পাকিস্তান ক্রিকেটে সুবাতাস বইয়ে দেওয়া রমিজ রাজাকে মিস করছেন অস্ট্রেলিয়ান এক সুন্দরী

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে এসেই আমূল পরিবর্তনের ডাক দেন রমিজ রাজা। সাবেক এই ক্রিকেটারের হাত ধরে তরতর করে এগোচ্ছে পাকিস্তানের ক্রিকেট। বিশ্বকাপে প্রথমবারের জন্য ভারতকে হারিয়েছে পাকিস্তান। আইসিসির সেরা ক্রিকেটার হয়েছেন শাহীন আফ্রিদি। পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে এনেছেন জাকজমকের ছোঁয়া। ২ যুগ পর অস্ট্রেলিয়া আসছে পাকিস্তানে টেস্ট খেলতে। পিএসএল এখন বড় বড় তারকাদের আগ্রহের কেন্দ্রে। পাকিস্তান ক্রিকেটে সুবাতাস বইয়ে দেওয়া রমিজ রাজাকে মিস করছেন অস্ট্রেলিয়ান এক সুন্দরী।

পিসিবির সভাপতি হওয়ার আগে রমিজ রাজা ছিলেন জনপ্রিয় এক ধারাভাষ্যকার। এখন ধারাভাষ্যকক্ষ মিস করছেন এই সাবেক ক্রিকেটার।

- Advertisement -

শুধু তিনিই নন, তার অনুপস্থিতি পোড়াছে সহকর্মীদেরও। তেমনই একজন হলেন পিএসএলে উপস্থাপিকা হিসেবে কাজ করা অস্ট্রেলিয়ান এরিন হল্যান্ড। ২০১৩ সালে ‘মিস ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া’ খেতাব জয়ী ৩২ বছর বয়সী এরিন একাধারে মডেল, সংগীত শিল্পী, অনুষ্ঠানের সঞ্চালক, নৃত্য শিল্পী, উপস্থাপিকা ও সমাজ সেবিকা। তবে তার আরও একটি পরিচয় আছে যা ক্রিকেটের মাঠে টেনে এনেছে বলা যায়। এই সুন্দরী যে পেশোয়ার জালমিতে খেলা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেন কাটিংয়ের সহধর্মিণী।

গতকাল ভালোবাসা দিবসে ছিল বেন-এরিনের প্রথম বিবাহবার্ষিকী। গত বছরের ১৪ ফেব্রুয়ারি সংসার জীবন শুরু করেন তারা। পিএসএল চলায় পাকিস্তানেই বিশেষ দিনটি উদযাপন করেছেন খেলোয়াড় কাটিং-ধারাভাষ্যকার এরিন।

এই জুটিকে বিবাহবার্ষিকীতে উইশ করতে ভোলেননি রমিজ। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে সাবেক সহকর্মী এরিনের রিকশায় চড়া ভিডিও আপলোড করে পিসিবি প্রধান রমিজ লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী। তুমি আমাদের সেরাদের একজন এরিন! পিএসএলের জৌলুশ বাড়ানোয় ধন্যবাদ। তোমার রিকশা ভ্রমণ সুন্দর হোক।’

সেই ভিডিও শেয়ার দিয়ে এরিন উত্তরে লেখেন, আমরাও তোমাকে মিস করি ‘র‍্যাম্বো’।

প্রধানমন্ত্রী ইমরান খানের স্নেহভাজন রমিজ ক্রিকেট বোর্ডের হাল ধরার পর থেকে বৃহস্পতি তুঙ্গে পাকিস্তানের।

- Advertisement -

Related Articles

Latest Articles