6 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

বিয়ের পর প্রথম দেখা ক্যাটরিনা-সালমানের, একসঙ্গে গেলেন কোথায়?

বিয়ের পর প্রথম দেখা ক্যাটরিনা-সালমানের, একসঙ্গে গেলেন কোথায়? - the Bengali Times
মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে একসঙ্গে দেখা মিলল ক্যাটরিনা কাইফ আর সালমান খানের

মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে একসঙ্গে দেখা মিলল ক্যাটরিনা কাইফ আর সালমান খানের। ‘টাইগার ৩’ এর পরবর্তী অংশের শ্যুটিং করতে মুম্বাই ছাড়লেন দুজনে। এয়ারপোর্টে ঢোকার আগে পাপারাৎজিদের দেখে হাত নাড়তে দেখা গেল দুই অভিনেতাকেই।

ক্যাটরিনা এদিন পরেছিলেন সাদা সোয়েট শার্ট, কালো লেদারের প্যান্ট ও কালো স্নিকার্স। চুল খোলাই রেখেছিলেন তিনি। চোখে সানগ্লাস। আর সালমান কালো টি-শার্ট, নীল ডেনিমের সঙ্গে পরেছিলেন লালা জ্যাকেট। ডিসেম্বরে ক্যাটরিনার বিয়ের পর এই প্রথম একসাথে কাজ করতে চলেছেন তারা।

- Advertisement -

দিল্লিতে ১০-১২ দিনের শিডিউল রয়েছে তাদের। ফেব্রুয়ারির শুরুতে শ্যুট হওয়ার কথা থাকলেও সামান্য পিছিয়ে যায় তা। তবে করোনার তৃতীয় ঢেউ একটু স্তিমিত হতেই কাজে লেগে গিয়েছে ছবির গোটা টিম।

প্রসঙ্গত, ইতিমধ্যে টার্কি, রাশিয়া, অস্ট্রিয়াতে শ্যুট করে ফেলেছেন ক্যাট আর সালমান। টাইগার ফ্র্যানচাইজির তৃতীয় ছবি এটি। প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ মুক্তি পায় ২০১২ সালে। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’। দুটো ছবিতেই মুখ্য চরিত্রে রয়েছেন সালমান আর ক্যাট।

প্রসঙ্গত, ক্যাটরিনা ডিসেম্বরে বিয়ে করলেও নিমন্ত্রন পায়নি সালমান খান পরিবারের কেউ। পরে ‘বিগ বস ১৫’-র ফাইনালে শেহনাজ গিলের সঙ্গে কথা প্রসঙ্গে প্রথম প্রাক্তন প্রেমিকাকে বিয়ের শুভেচ্ছা জানান সালমান খান।

সালমানের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রাখেন ক্যাটরিনা। দুজনের সম্পর্কও ছিল সেইসময়। যদিও পরে বিচ্ছেদ হয় তাদের। রণবীরের প্রেমে পড়েন নায়িকা। তারপর প্রেম করে বিয়ে ভিকির সঙ্গে। ক্যাটের পর ইয়ুলিয়ার সঙ্গে সালমানের নাম জড়িয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles