পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আটক হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাব্য থাপর। তাকে বিচার বিভাগীয় হেফাজতে নিয়েছে জুহু পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মাতাল অবস্থায় একটি গাড়িকে ধাক্কা দেয় কাব্যর গাড়ি। এতে একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বাগবিতণ্ডায় জড়ান ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। শুধু তাই নয়, পুলিশকে গালিগালাজ করেন তিনি। এরপরই একাধিক বিধি ভঙ্গের অভিযোগে কাব্যকে আটক করা হয়।
প্রসঙ্গত, কাব্যর জন্ম মুম্বাইয়ে। আরব সাগরের তীরে অবস্থিত এই শহরেই বেড়ে উঠেছেন তিনি। ২০১৩ সালে ‘তৎকাল’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। পাঁচ বছর বিরতি নিয়ে তেলেগু ভাষার ‘এ মায়া পারমিত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে কাব্যর।
পরের বছর ‘মার্কেট রাজা এমবিবিএস’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় এই অভিনেত্রীর। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক মিনি কথা’। তেলেগু ভাষার এ সিনেমা গত বছর মুক্তি পায়।
সূত্র: আনন্দবাজার