
ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বের প্রথম ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যার ফলোয়ার সংখ্যা ৪০০ মিলিয়ন
ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বের প্রথম ব্যক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যার ফলোয়ার সংখ্যা ৪০০ মিলিয়ন।
এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত পর্তুগিজ সুপারস্টার। গোল করার পর যেমন ‘সিউ…’ বলে যেমন উদ্যাপনে মাতেন, ইনস্টাগ্রামে রেকর্ড গড়ার পরও তেমনই ‘সিউ…’ বলে আনন্দ প্রকাশ করেছেন সিআরসেভেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় রোনালদো তার ভক্তদের ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘৪০০ মিলিয়ন… দারুণ। কি দুর্দান্ত সংখ্যা। আমি এখন বলব সিউ…।
রোনালদো বলেন, ‘এটা দুর্দান্ত, আমার জন্য দারুণ এক মুহূর্ত। আপনাদের ছাড়া এসব সম্ভব হতো না। আমার হৃদয়ের অন্তস্তল থেকে আপনাদের ধন্যবাদ দিতে চাই।’
‘এভাবেই চলতে থাকুক। আমি আপনাদের সঙ্গে আমার জীবনের মুহূর্তগুলো ভাগ করব। কারণ এটা আপনারা প্রাপ্য।’
তালিকায় দুইয়ে থাকা মার্কিন রিয়্যালিটি টিভি ব্যক্তিত্ব কাইলি জেনারের ফলোয়ার সংখ্যা ৩১২ মিলিয়ন।