7.9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

কামাখ্যা মন্দিরে পূজা দিয়ে যা চাইলেন অপু বিশ্বাস

কামাখ্যা মন্দিরে পূজা দিয়ে যা চাইলেন অপু বিশ্বাস - the Bengali Times
অপু বিশ্বাস

জাদুর নগরী কামরুক কামাখ্যা। কথিত আছে জাদুর নগরীতে কেউ গেলে সে আর ফিরে আসে না। সেখানকার জাদুকরেরা তাকে বন্দী করে বিভিন্ন কাজ করায়, নয়তো গরু–ছাগল বানিয়ে রাখে। কেউ বলে কামরূপে নাকি কোনো পুরুষ নেই। সবাই নারী। দুনিয়ার তাবৎ জাদুকরেরা কামরূপ কামাখ্যা থেকে জাদু শিখেছে। কামাখ্যা নিয়ে এমন অসংখ্য মিথ প্রচলিত আছে।

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে গুয়াহাটিতে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক কামাখ্যা মন্দির। ভারতের গুহাটিতে যাবেন আর এই কামাখ্যা মন্দির দেখার কৌতুহল পুরণ করবেন না তা হয় না। ঢাকাই ছবির চিত্রনায়িকা অপু বিশ্বাসও গেলেন গুহাটির এই কামাখ্যা মন্দিরে। মূলত পূজা দিতেই সেখানে গিয়েছেন তিনি।

- Advertisement -

গত ২৩ ফেব্রুয়ারি আগরতলায় শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এতে অংশ নিতে ভারতে উড়ে গিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বাংলাদেশ থেকে সেখানে আরও অংশ নেন চিত্রনায়ক ফেরদৌসম কণ্ঠশিল্পী মমতাজ ও ফকির শাহাবুদ্দীন।

অপু বিশ্বাস বৃহস্পতিবার কামাখ্যা মন্দিরে পূজা দেওয়ার একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘কামাখ্যা ডাম’

পরে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেই ছোটবেলা থেকেই এই মন্দিরের নাম শুনে আসছি। তখন থেকে মন্দিরটি নিয়ে বাড়তি আগ্রহ জাগে। আমার বাবা-মায়েরও মন্দিরটি দর্শনের প্রবল ইচ্ছে ছিলো। তাই আমি আমার বাবা-মায়ের আত্মার শান্তি কামনা করে পূজা দিয়েছি।

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে ২৭ ফেব্রুয়ারি সবাই ঢাকায় ফেরার কথা রয়েছে অপু বিশ্বাসের।

এদিকে দেশের প্রেক্ষাগৃহে চলছে অপু বিশ্বাস অভিনীত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। ছবিটিতে অপু বিশ্বাসের নায়ক হিসেবে আছেন বাপ্পি চৌধুরী। ছবিটি তৃতীয় সপ্তাহে চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles