
বলিউড সুপারস্টার সালমান খান। সারাবিশ্বে তার কোটি ভক্ত। তিনি যেখানেই যান, সেখানেই ভিড় জমে যায়। উৎসুক ভক্তরা প্রিয় অভিনেতাকে সামনে থেকে একনজর দেখতে হুমড়ি খেয়ে পড়েন। এবার ভাইজানের সঙ্গে দেখা করতে এক নারী ভক্ত সবার সামনেই হাউমাউ করে কাঁদলেন।
গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুবাই এক্সপোর মঞ্চে হাজির হন সালমান খান। তাকে দেখেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীরা। সেখানেই ঘটে বিপত্তি। সবে মঞ্চ মাতিয়ে নেমেছেন সালমান, ঠিক তখনই মঞ্চের সামনে এসে চিৎকার করে কান্না শুরু করেন এক নারী। তার একটাই চাওয়া- তিনি সালমানের সঙ্গে একবার দেখা করতে চান। ভাইজানের সেই নারী ভক্তের কাণ্ডে উপস্থিত সবাই চমকে যান। তাকে সামলাতে রীতিমত হিমশিম খান নিরাপত্তারক্ষীরা।
পরিস্থিতি সামাল দিতে শেষমেশ খোদ সঞ্চালক মনীশ পাল সেখানে হাজির হন। তিনি ওই নারী ভক্তকে সালমানের সঙ্গে দেখা করানোর আশ্বাস দেন। এমনকি কাঁদতে কাঁদতে যাতে ওই নারী অজ্ঞান না হয়ে যান, সে দিকে নিরাপত্তারক্ষীদের খেয়াল রাখতে বলেন।
প্রসঙ্গত, আপাতত দিল্লিতে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সালমান। এর ফাঁকেই দুবাইয়ে ঝটিকা সফরে গেছেন ভাইজান। সেখানে তার সঙ্গী হন সোনাক্ষী সিনহা, আয়ুষ শর্মা, পূজা হেগড়ে, দিশা পটানী, গুরু রন্ধওয়া, মনীশ পাল এবং সাই মঞ্জরেকর।