-1.5 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় পুলিশ কর্মকর্তা দোষী সাব্যস্ত

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় পুলিশ কর্মকর্তা দোষী সাব্যস্ত - the Bengali Times

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির জন্য বিশেষভাবে পরিচিত টরন্টোর পুলিশ পরিদর্শক ক্রিস বডি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল মন্ত্রণালয় শুক্রবার সিটিভি নিউজ টরন্টোকে জানান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে নিউমার্কেট আদালত ২৩ ডিসেম্বর তাকে দোষী সাব্যস্ত করেছে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় সার্জেন্ট ক্রিস বডিকে ১২ মাসের কারাদ- ও ৩ হাজার ডলার জরিমানা করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

- Advertisement -

এই পুলিশ পরিদর্শকের সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক অনুসারি রয়েছে। টুইটারে তার অনুসারীর সংখ্যা ৪৩ হাজারের বেশি। গ্রেপ্তারের আগে বডি প্রায় সময়ই টুইটারে মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর পরামর্শ দিয়ে আসছিলেন। ২০১৬ সালের জানুয়ারিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না’ এটাই তার উদ্দেশ্য।

অথচ মদ্যপ অবস্থায় গাড়ি চলানোর অভিযোগে ৫২ বছর বয়সী ক্রিস বডিকেই ২৯ আগস্ট গ্রেপ্তার করে ইয়র্ক রিজিয়নাল পুলিশ। টরন্টো পুলিশ সার্ভিসেসের (টিপিএস) তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর সেপ্টেম্বর পর্যন্ত বডিকে সবেতন বরখাস্ত করা হয়েছিল।
টিপিএস জানিয়েছে, প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ইউনিট বডির বিচারের খুটিনাটি পর্যালোচনা করে দেখবে। মদের খোলা বোতলসহ গাড়ি চালানোর অভিযোগে গত মাসে ৫৪ বছর বয়সী রিয়াজ হোসেন নামে টিপিএসের আরেক কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়। এরপর তাকে সবেতন বরখাস্ত করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles