
প্রস্তাবিত ওকানাগান গন্ডোলা প্রকল্পকে এগিয়ে নিলে গন্ডোলা রাইড হতে পারে আকর্ষণীয় পর্যটন সম্ভাবনা। রিজ নর্থ আমেরিকা নামে একটি কোম্পানি হাইওয়ে ৯৭ এ এটি গড়ে তুলতে চায়।
রিজ নর্থ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট (পরিচালন) রেভ সুমাল বলেন, এখানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হচ্ছে। আমরা দেখেছি যে দাদী-নানী থেকে নাতিকে বিনোদন দেওয়ার মতো ব্যবস্থা কেউ তৈরি করেনি।
গন্ডোলার পাশাপাশি অ্যাম্ফিথিয়েটার, প্লাজা, ক্যাফে, টেইল ও জি লাইনের ব্যবস্থা থাকবে। যদিও রিজ নর্থ আমেরিকা বলছে, প্রকল্পটি অতটো বৃহৎ নয়। সুমাল বলেন, আগের প্রকল্পের মতো একই কাজ আমরা এখানেও করবো। আগের প্রকল্প পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে কেবল ভুমির ব্যবহার করা হয়েছে।
ওকানাগান গন্ডোলার জন্য একটি আবেদন এরই মধ্যে রিজিয়নাল ডিস্ট্রিক্ট নর্থ ওকানাগানে দাখিল করা হয়েছে। রিজিয়নাল ডিস্ট্রিক্ট এরিয়া পরিচালক বব ফ্লেমিং এ প্রসঙ্গে বলেছেন, এ ব্যাপারে অবস্থান নেওয়ার মতো সময় এখনও আসেনি। এজন্য কর্মীদের কাছ থেকে পাওয়া প্রতিবেদন দেখতে হবে।