
এর আগেও বেশ জমকালো পার্টিতে দেখা মিলত তিন তারকা কন্যার।সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর, শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। এই তিন কন্যার মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক।
তবে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকে তাদের পার্টিতে নিয়মিত যাওয়া বন্ধ ছিল। তবে এখন এতটা শংঙ্কা না থাকায় তারা মাঝে মাঝে পার্টিতে যাচ্ছেন।
upay
গত শনিবার ২৬ ফেব্রুয়ারি এমনই এক রাতের পার্টির ভিডিও ভাইরাল হয়েছে তাদের। একসঙ্গে রাতের পার্টিতে হাজির হয়ে ফের আলোচনার সৃষ্টি করলেন। এই তিন বলিউড কন্যার বন্ধুত্বের খবর অনেকেরই জানা।
ফলে তারা যদি ডিনার-ডেটে যান, তা নিয়ে কারও বিশেষ কিছু ভাবার নেই। কিন্তু যা নিয়ে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তা এই তিনজনের পোশাক।