14.2 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

আজ থেকে সিএনজি স্টেশন ৫ ঘণ্টা বন্ধ থাকবে

আজ থেকে সিএনজি স্টেশন ৫ ঘণ্টা বন্ধ থাকবে - the Bengali Times

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে আজ মঙ্গলবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সকল সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

- Advertisement -

আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সেখানে বলা হয়েছে, সারাদেশে সকল সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুত উৎপাদনের পিক-আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনসমূহকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী স্টেশন বন্ধ রাখার অনুরোধও করা হয়েছে।

সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles