
লীনার চিত্রনাট্যে তৈরি ধারাবাহিকগুলোতে নারীদের অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ কলকাতার চলচ্চিত্রের দাপুটে এ খল-অভিনেতার।
লীনার ওপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে একসময় মেজাজ হারান বিপ্লব চট্টোপাধ্যায়। বলে ফেলেন, ‘এই ভূমিকার জন্য লীনাকে গুলি করে মারা উচিত।’
পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমে দেওয়া বিপ্লবের এমন মন্তব্যের পর তোলপাড় চলছে টালিউডে।
নাট্যকার লীনার ওপর কেন এত ক্ষুব্ধ তার কারণ জানাতে গিয়ে বিপ্লব বলেন, ‘লীনা নিজেই একজন নারী। তার ওপর তিনি মহিলা কমিশনের চেয়ারপারসন। তিনি নিজের চোখে নারীদের দুর্ভোগ দেখতে পাচ্ছেন। এর পরও তিনি কেন নারীদের এভাবে পর্দায় তুলে ধরছেন! তার সাম্প্রতিক সব ধারাবাহিকে নারীদের যথেষ্ট অবমাননা করা হচ্ছে। নারীদের যেভাবে তুলে ধরা হচ্ছে, প্রকারান্তরে তারা অসম্মানিত হচ্ছেন। একই সঙ্গে অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে এ মুহূর্তে সব চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিক।’
এ অভিনেতা আরও বলেন, ‘একসময় একচেটিয়া খলনায়কের ভূমিকায় অভিনয় করেছি। বড় পর্দায় খলনায়ক হিসেবে একটি মানুষকে খারাপ দেখানো হয়েছে। কিন্তু টিভি সিরিয়ালে সব ক্যারেক্টারকেই খারাপ চরিত্রের দেখানো হচ্ছে! ব্যক্তি হিসেবে হয়তো আমিও খারাপ। কিন্তু আমার থেকেও খারাপ কিছু দেখতে সত্যিই খুব বাজে লাগে।’
কলকাতার ধারাবাহিকগুলো সামাজিক অবক্ষয়ের কারণ বলে দাবি করেন অভিনেতা বিপ্লব। যে কারণে এসব ধারাবাহিক তিনি দেখেন না বলে জানান বিপ্লব।
বললেন, ‘প্রায় প্রতি ধারাবাহিকের গল্পেই শ্বাশুড়ি-বউমার কূট চালের ছড়াছড়ি। অথবা বউ থাকা সত্ত্বেও স্বামী দিব্যি অন্য নারীকে বাড়িতে এনে তুলছেন। পরিবারের সবাই সেটি মেনেও নিচ্ছেন। এক স্বামীর দুটো-তিনটে বিয়ে তো ডালভাত এখানে! বছরের পর বছর ধরে চলতেই থাকে এসব বাজে বিষয়গুলো। তাই আমি কলকাতার ধারাবাহিক দেখি না। ’
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।