
ভারতের হুগলি জেলার তারকেশ্বরের তালপুর এলাকায় স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করেন স্বামী।
জানা গেছে, মৃতের নাম হোসনে আরা বেগম (৪৮)। অভিযুক্ত স্বামীর নাম শেখ ওহাব। তিনি কাজ করতে চাইতেন না, ফলে সংসারে অভাব লেগেই থাকত। এ নিয়ে পরিবারে সব সময় অশান্তি হতো।
মৃত হোসনে আরা বেগমের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে দরজার খিল দিয়ে ওর মাথায় বারবার আঘাত করে স্বামী ওহাব। আঘাতের ফলে মাথা থেঁতলে যায়। পরে হোসনে আরাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও জানা গেছে, স্ত্রীকে খুন করে তারকেশ্বর থানায় আত্মসমর্পণ করে ওহাব। এই ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়।
পুলিশ জানিয়েছে, ওহাবকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা। তবে অন্য কোনো কারণ আছে কি না, তদন্ত করে জানা যাবে।
এদিকে ওহাবের কঠোর শাস্তির দাবি তুলেছেন হোসনে আরা বেগমের পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে খবর, অভিযুক্ত পেশায় দিনমজুর। আর্থিক অভাবের কারণে তাদের সংসারে নিয়মিত অশান্তি চলত। তার ভয়ানক পরিণতি স্বামীর দ্বারা স্ত্রীর মর্মান্তিক খুনের ঘটনা ঘটল।