
বলিউড অভিনেত্রী সানি লিওনের বাংলাদেশের ওয়ার্ক পারমিট বাতিল করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্যকারণে’ করনজিৎ কর ওয়েভারের (সানি লিওন) বাংলাদেশে আগমনের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করা হয়েছে।
এর আগে ‘সোলজার’ নামে একটি বাংলাদেশি সিনেমার শুটিংয়ে অংশ নিতে প্রযোজনা প্রতিষ্ঠান মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের আবেদনের পরিপ্রেক্ষিতে সানি লিওনসহ ১০ ভারতীয় অভিনয়শিল্পী ও কলাকুশলীকে ওয়ার্ক পারমিট দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তাদের মধ্যে শুধু সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পাসপোর্টে তার ঢাকায় আসার কথা ছিল।
সানি লিওনকে কেন ঢাকায় আসতে দেওয়া হচ্ছে না সেই ব্যাখ্যা দেয়নি তথ্য মন্ত্রণালয়।
দেশি চলচ্চিত্রে বিদেশি অভিনয় শিল্পীদের অংশগ্রহণসংক্রান্ত নীতিমালা-২০২০ (সংশোধিত) অনুযায়ী বাংলাদেশের কোনো সিনেমায় বিদেশি শিল্পীদের অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আবেদন জানায় প্রযোজনা প্রতিষ্ঠান, এফডিসির সুপারিশের ভিত্তিতে বিদেশি শিল্পীদের ‘ওয়ার্ক পারমিট’ দেওয়া হয়।