6.2 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন ছেলে, তবু ঝাড়ুদারই থাকতে চান মা

মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন ছেলে, তবু ঝাড়ুদারই থাকতে চান মা - the Bengali Times
ছবি সংগৃহীত

ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নিকে হারিয়েছেন ছেলে লাভ সিংহ উগোক। এত বড় জয়ের পরও মা বলদেও কউর স্থানীয় স্কুলের ঝাড়ুদারের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তার বক্তব্য, ‘‘আমি যে কাজ করি, তা নিয়ে আমার গর্ব আছে। একটা সময় পর্যন্ত আমার আয় সংসার চালানোর জন্য পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ফলে এখন ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না।’’

বলদেবের ছেলে লাভ সিংহ প্রার্থী হওয়ার পর থেকেই তার পারিবারিক পরিচয় প্রচারের আলোয় এসেছিল। কংগ্রেস প্রার্থী ও বিদায়ী মুখ্যমন্ত্রীকে তিনি ৩৭ হাজার ৫৫৮ ভোটে হারিয়ে দিয়েছেন। সেই ফল প্রকাশের পরের দিন ঠিক সময়ে স্কুলে ঝাড়ু হাতে কাজে যোগ দেন বলদেও। তিনি জানিয়েছেন, ছেলে বিধায়ক হলেও তিনি যা ছিলেন, তাই রয়েছেন। তাই নিজের কাজই তিনি করবেন। গ্রামের বাড়িতে বসেই তিনি বলেন, ‘‘অনেকে ভেবেছিলেন ছেলে ভোটে জেতার পরে আমি আর কাজে যাব না। কিন্তু আমি গিয়েছি। আমি কেন নিজের কাজ ছাড়তে যাব?’’

- Advertisement -

গত ২২ বছর ধরে গ্রামের স্কুল পরিষ্কারের কাজ করেন বলদেও। আশা ছিল, চুক্তিভিত্তিক কাজ কোনও এক দিন স্থায়ী হবে। কিন্তু বারবার আবেদন করেও তা হয়নি। বিধায়ক ছেলেকে বলদেও জানিয়ে দিয়েছেন যে নিজের এত দিনের কাজ তিনি চালিয়ে যেতে চান।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

- Advertisement -

Related Articles

Latest Articles