7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

‘নিরাপদে নিজ ধর্মীয় আচার পালন করা কানাডায় মৌলিক অধিকার’

‘নিরাপদে নিজ ধর্মীয় আচার পালন করা কানাডায় মৌলিক অধিকার’ - the Bengali Times
পিল রিজিয়নাল পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে

পিল পুলিশ প্রধান নিশান দুরাইপ্পাহ বলেছেন, পিল রিজিয়নের সমৃদ্ধ সংস্কৃতি ও বৈচিত্র আমাদের প্রধান শক্তি। শান্তিপূর্ণভাবে ও নিরাপদে নিজ ধর্মীয় আচার পালন করা কানাডায় মৌলিক অধিকার। ঘৃণাত্মক ও ইচ্ছাকৃতভাবে এ ধরনের কাযক্রম গ্রাহ্য করা হবে না এবং আপনাদের আমি আশ্বস্ত করছি যে, অভিযুক্তদের চিহ্নিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করা হবে। মিসিসোগার একটি পরিবার ধর্মীয় আচারনুষ্ঠান পালনকালে হেট ক্রাইমের শিকার হওয়ার পর এ মন্তব্য করেন তিনি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ৪৪ বছর বয়সী এক ব্যক্তি তার পরিবার নিয়ে বিকাল সাড়ে ৫টায় বারবারটাউন অ্যান্ড মিসিসোগা রোডসে ধর্মীয় আচারনুষ্ঠান পালন করছিলেন। এ সময় দুই তরুণ তাদেরকে লক্ষ্য করে অপমানসূচক ও ঘৃণাত্মক মন্তব্য করতে থাকে এবং পাথর নিক্ষেপ করে। ওই ব্যক্তি তার পরিবার নিয়ে গাড়িতে উঠে চলে যাওয়ার সময় গাড়িতেও পাথর ছোড়া হয়। সামান্য আঘাত পাওয়ায় ওই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তবে তার স্ত্রী ও সন্তানদের কোনো ক্ষতি হয়নি।

- Advertisement -

এ ঘটনার জন্য দায়ী দুই ব্যক্তির একজন কোকেশিয়ান ও অন্যজন এশিয়ান বলে ধারণা করা হচ্ছে। দুজনের বয়সই ১৬ থেকে ১৮ বছরের মধ্যে এবং তাদের চুলের রং কালো।

- Advertisement -

Related Articles

Latest Articles