9.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

‘কনজার্ভেটিভ পার্টিতে বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার কোনো জায়গা নেই’

'কনজার্ভেটিভ পার্টিতে বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার কোনো জায়গা নেই'
বিচেস ইস্ট ইয়র্কের প্রার্থী লিসা রবিনসন

কনজার্ভেটিভ পার্টির কমিউনিকেশন্স ডিরেক্টর কোরি হান এক বিবৃতিতে বলেছেন, কানাডার কনজার্ভেটিভ পার্টিতে বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার কোনো জায়গা নেই। সব প্রার্থী সম্মানজনক ও সহিষ্ণু আচরণ করবেন সেটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা। সেটা না করায় লিসা রবিনসনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামোফোবিক পোস্টকে কেন্দ্র করে বিচেস-ইস্ট ইয়র্কের প্রার্থী লিসা রবিনসনকে প্রত্যাহার করে নিয়েছে কনজার্ভেটিভ পার্টি। দলের একজন মুখপাত্র শুক্রবার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিচেস-ইস্ট ইয়র্কে লিবারেল পার্টির প্রার্থী নাথানিয়েল এরিস্কিন-স্মিথ শুক্রবার সকালের দিকে রবিনসনের ইসলামোফোবিক টুইট ও রিটুইটের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, এটা অগ্রহণযোগ্য যে কনজার্ভেটিভ পার্টি এ ধরনের দৃষ্টিভঙ্গির মানুষদের তাদের প্ল্যাটফরমে জায়গা দিচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles