8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নির্বাচনি প্রচার শেষে ফেরার পথে বিক্ষোভকারীদের রোষানলে জাস্টিন ট্রুডো

নির্বাচনি প্রচার শেষে ফেরার পথে বিক্ষোভকারীদের রোষানলে জাস্টিন ট্রুডো - the Bengali Times
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

নির্বাচনি প্রচার শেষে ফেরার পথে বিক্ষোভকারীদের রোষানলে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় তাঁর দিকে পাথর ছোড়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। খবরে বলা হয়, একটি বিয়ার কারখানা পরিদর্শন শেষে বাসে ফেরার সময় ছোট পাথর ছোড়া হয় ট্রুডোকে লক্ষ করে। তবে তিনি আহত হননি।

অন্টারিওর লন্ডনে প্রচারের সময় পাথর হামলার মুখে পড়েন কানাডার প্রধানমন্ত্রী। পাথরটি কাঁধে আঘাত করেছে বলে জানান তিনি। একে ২০১৬ সালের একটি ঘটনার সঙ্গেও তুলনা করেন, তখন এক নারী তাঁর দিক কুমড়ার বিচি ছুড়ে মেরেছিলেন। এ সময় মিডিয়ার বাসে থাকা দুই ব্যক্তির গায়েও পাথর আঘাত করে। তবে তারাও আহত হননি।

- Advertisement -

লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে, এ আশায় গত মাসের মাঝামাঝিতে উপনির্বাচনের ডাক দিয়েছেন ট্রুডো। কিন্তু কোভিড ভ্যাকসিন ও অন্যান্য বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলনের কারণে তাঁর প্রচার বাধাগ্রস্ত হচ্ছে।

মাত্র এক সপ্তাহ আগে বিক্ষোভকারীদের হামলার কারণে ট্রুডো একটি নির্বাচনি র‍্যালি বন্ধ করতে বাধ্য হয়েছিলেন।

এ ঘটনার নিন্দা করেছেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুল। তিনি একে ‘জঘন্য’ বলে বর্ণনা করেন।

২০ সেপ্টেম্বরের নির্বাচন ঘিরে ট্রুডোর ভ্যাকসিন পরিকল্পনার অন্যতম একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত মাসের এক ঘোষণায় অক্টোবরের শেষ নাগাদ সরকারি কর্মীদের টিকাদান বাধ্যতামূলক করা হয়। নইলে চাকরি হারাতে হবে তাদের। এমনকি বাণিজ্যিক বিমান, জাহাজ ও আন্তপ্রদেশ ট্রেনের যাত্রীদের টিকা নিতে হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles