
২০২১ সালে প্রদেশে সর্বোচ্চ বেতনভোগী সরকারি কর্মীর তালিকায় রয়েছেন অন্টারিও পাওয়ার জেনারেশনের প্রধান নির্বাহী। প্রদেশের বার্ষিক সানশাইন তালিকায় এ তথ্য উঠে এসেছে। শুক্রবার প্রকাশিত তালিকায় মাসিক ১ লাখ ডলারের বেশি আয়কারী সরকারি খাতের ২ লাখ ৪০ হাজারের বেশি কর্মী রয়েছেন তালিকায়। আবারও তালিকার শীর্ষে রয়েছেন অন্টারিও পাওয়ার জেনারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কেনেথ হার্টউইক।
২০২১ সালে কেনেথ হার্টউইকের বেতন ছিল ১৬ লাখ ২৮ হাজার ২৪৬ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ লাখ ডলার বেতন ছিল কোম্পানির চিফ স্ট্র্যাটেজি অফিসার ডমিনিক মিনিয়েরের। ১০ লাখ ডলারের বেশি বেতন রয়েছে কোম্পানির আরও দুই নির্বাহীর এবং তারা রয়েছেন তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে। বার্ষিক ৮ লাখ ৪৫ হাজার ৯২ ডলার বেতন নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন টরন্টোর ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্কের প্রধান নির্বহী কেভিন স্মিথ। শীর্ষ ১০ বেতনভোগীর তালিকায় স্বাস্থ্যসেবা খাতের আরও কর্মকর্তাও রয়েছেন। বার্ষিক ৮ লাখ ২৬ হাজার ডলার বেতন নিয়ে সপ্তম স্থানে রয়েছেন অন্টারিও হেলথের প্রধান নির্বাহী ম্যাথিউ অ্যান্ডারসন। সর্বোচ্চ বেতনভোগীর তালিকায় নবম স্থানে রয়েছেন অন্টারিওর সাডবারির মেডিকেল অফিসার ডা. পেনি সাটক্লিফ। তার বেতন বছরে ৮ লাখ ৭২৬ ডলার। আর বার্ষিক ৭ লাখ ৯৯ হাজার ৬১৪ ডলার বেতন নিয়ে দশম স্থানে রয়েছেন সানিব্রুক হেলথ সায়েন্সেস সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি স্মিথ।
সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ৩০ জনের তালিকায় ১৩ জন রয়েছেন হাসপাতাল বা জনস্বাস্থ্য বোর্ডে নিয়োগপ্রাপ্ত। শীর্ষ ৩০ জনের মধ্যে স্থান পাওয়াদের মধ্যে সাটক্লিফ হচ্ছেন স্থানীয় জনস্বাস্থ্য কর্মকর্তা। বাকিদের সবাই উচ্চ পদে কর্মকর্তা হাসপাতাল নির্বাহী। একজন আছেন অন্টারিওর নর্থ বেতে কর্মরত মনোচিকিৎসক।
প্রদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২০ সাল থেকে তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের সংখ্যা ৩৮ হাজার ৫৩৬ জন বেড়েছে।