
অন্টারিওর সঙ্গে নতুন একটি চুক্তি অনুমোদন করেছে অন্টারিও মেডিকেল অ্যাসোসিয়েশন (ওএমএ)। চুক্তির ওপর গত সপ্তাহের ভোটাভুটির ফলাফল সোমবার প্রকাশ করেছে সংগঠনটি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অ্যাসোসিয়েশনের মধ্যে স্বাক্ষরিত ফিজিশিয়ান সার্ভিসেস এগ্রিমেন্ট মেয়াদ ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ৩১ মার্চ।
ভার্চুয়াল সেবা সংক্রান্ত কর্মকাঠামোও চুক্তির মধ্যে রয়েছে। যদিও কিছু বিশেষজ্ঞ বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞরা কিছু বিষয় টেলিফোনের মাধ্যমে সম্পন্ন করার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন। এছাড়া আরও বেশি পিতৃত্বকালীন ছুটি এবং বেতনের ক্ষেত্রে লৈঙ্গিক সমতার বিষয়টিও এর মধ্যে অন্তর্ভুক্ত।
ওএমএর প্রেসিডেন্ট ডা. অ্যাডাম কাসাম বলেন, এই চুক্তি চিকিৎসকদের রোগীর সেবার প্রতি মনোযোগী থাকতে সাহায্য করবে। পাশাপাশি মহামারি থেকে স্বাস্থ্যসেবা খাতকে বেরিয়ে আসতেও সহায়তা করবে।