
অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের তারকা প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে তাদের বিয়ের আসর বসছে। মুম্বাইতে পৈতৃক ভিটে (আর কে হাউস) যেখানে ঋষি কাপুর ও নিতু কাপুর বিয়ের পিঁড়িতে বসেছিলেন, সেখানেই রণবীর-আলিয়া সাত পাকে ঘুরবেন।
বিয়ে কোথায় হচ্ছে সেটি জানার পর থেকে বিয়ের দিন তারা কী পরবেন, অতিথি কারা থাকবেন, হানিমুনে কোথায় যাবেন-সবকিছু নিয়ে প্রবল জল্পনা-কল্পনা। এবার সেই চর্চায় যোগ হয়েছে তাদের বিয়ের মেনু।
কাপুর পরিবার ভোজনরসিক। তারা খেতে যেমন ভালোবাসে, খাওয়াতেও তেমনই ভালোবাসে। তাদের পরিবারের ছেলের বিয়েতে থাকছে এলাহি খাবারের আয়োজন। বিয়ের রান্নার জন্য দিল্লি এবং লখনউ থেকে তারকা শেফকে আনছেন রণবীরের মা নীতু কাপুর। বিরিয়ানি থেকে কাবাবের হরেক রকম পদ পরিবেশন করবেন তারা।