
কোভ্যাক্সে আরও ২২ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ নিয়ে কোভ্যাক্সে কানাডার মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে ৭০ কোটি ডলার। এই অনুদান দেওয়া হয়েছে নিম্ন আয়ের দেশগুলোর জন্য কোভিড-১৯ ভ্যাকসিন ক্রয়, সরবরাহ ও বিতরণের উদ্দেশে।
এ বছরের শেষ নাগাদ কানাডা কমপক্ষে ২০ কোটি ভ্যাকসিন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে এ অনুদান তারই অংশ।
এর মধ্যে ৩ কোটি ৮০ লাখ ডোজ অভ্যন্তরীণ মজুদ থেকে সরবরাহ করা হচ্ছে। কোভ্যাক্সের মাধ্যমে ১৯টি দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছে কানাডা। আরও ৭ লাখ ৬২ হাজার ডোজ ছয়টি দেশকে দেওয়া হয়েছে দ্বিপক্ষীয় ভ্যাকসিন অনুদান চুক্তির আওতায়।
কানাডার আগের দেওয়া অর্থে আরও ৮ কোটি ৭০ লাখ ডোজ ভ্যাকসিন কিনেছে কোভ্যাক্স। সাম্প্রতিক এক সাক্ষাৎকার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হারজিৎ সজ্জন বলেন, গ্রহীতা দেশ মেয়াদ শেষ হওয়ার আগেই ভ্যাকসিনগুলো ব্যবহার করতে পারবে এটা নিশ্চিত না হয়ে ভ্যাকসিন সরবরাহ করবে না কানাডা।