8.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

তারা যেকোনো মেয়ের ওপর খোলা মাঠে ইচ্ছামতো ঝাঁপিয়ে পড়ে : পরীমনি

তারা যেকোনো মেয়ের ওপর খোলা মাঠে ইচ্ছামতো ঝাঁপিয়ে পড়ে : পরীমনি - the Bengali Times
আদালত প্রঙ্গণে স্বামী অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পরীমনি

যৌন হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মামলার শুনানি গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন উভয়পক্ষের শুনানি শেষে আগামী ১৮ মে আদেশের জন্য দিন রাখেন।

শুনানিকালে জামিনে থাকা নাসির ও অমি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। একই সঙ্গে পরীমনি ও তার স্বামী অভিনেতা শরিফুল রাজও সেখানে ছিলেন।

- Advertisement -

শুনানিকালে আদালতের এজলাসে দাঁড়িয়ে বিচারকের উদ্দেশে পরীমনি বলেন, ‘বোট ক্লাবে রেপ করার জন্য তাদের (আসামিদের) কোনো রুমের প্রয়োজন হয় না। ফোন করলেই ক্লাবে লাইট বন্ধ হয়ে যায়। তারা যেকোনো মেয়ের ওপর খোলা মাঠে ইচ্ছামতো ঝাঁপিয়ে পড়ে। ওখানে কোনো কন্ট্রোল নেই। তারা আমাকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। রুমের লাইট, ফ্যান অফ করে হত্যার চেষ্টা করে।’

এ সময় পরীমনিকে থামতে বলা হয়। তখন পরীমনি বলেন, ‘আমাকে সবাই থামতে বলে। কিন্তু আমাকে বলতে হবে। কারণ তাদের অনেক পাওয়ার।’

আদালতে শুনানি শেষে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘যদি আদালতে দাঁড়িয়ে আমি কথা বলতে না পারি, তাহলে কথাটা বলব কোথায়। আদালতে আমি কথা বলার চেষ্টা করেছি। কিন্তু সবাই আমাকে চুপ রাখার চেষ্টা করেছে। একজন র‌্যাপিস্ট (আসামি নাসির) যদি খোলা আকাশে-বাতাসে ঘুরে বেড়ায় তাহলে আমার আর্জি আর কি হবে।’

তিনি আরও বলেন, ‘আমি কিন্তু শুরু থেকে মিডিয়াতে একটা কথায় বলেছিলাম (ঘটনার ৫ দিন পরে) আমার কথা কোথায় বলব। তখন আমি সাহায্য নিলাম টোটাল মিডিয়ার। দেন আপনারা আসলেন। আমার সঙ্গে রাতে (বোট ক্লাবে) যে ঘটনা ঘটল। এরপর আমি কিন্তু থানায় চলে গেলাম। কিন্তু থানা থেকে আমি কোনো ধরনের হেল্প পাইনি। থানায় গিয়ে প্রথমে ট্রিটমেন্ট চেয়েছিলাম। কিন্তু আমাকে হেল্প করেনি। সেই জিনিসগুলো ডে বাই ডে আপনারা কিন্তু সবাই জানেন। সে কথাগুলোয় আমি বললাম।’

পরীমনি বলেন, ‘আসলে আমি যে বলতে বলতে এতদূর আসলাম আদালত পর্যন্ত। আদালতও যদি আমার কথা না শোনেন তাহলে আমি কই বলব। সেটাই বললাম। আমার আইনের ওপর একদম পুরোপুরি শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে। যার জন্য আমি আদালতে দাঁড়িয়ে কথাগুলো বলেছি। আমি স্যোশাল মিডিয়া, থানা থেকে শুরু করে যা যা হয়েছে, যেখানে যেখানে কথা বলেছি আমি ফাইনাল কথা তো বলব আদালতে। আমার বিশ্বাস আমি ন্যায়বিচার পাব।’

অন্তঃসত্ত্বা পরীমনি আদলতে এসে সাংবাদিকদের বলেন, ‘আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমার সঠিক বিচার লাগবে। সঠিক বিচার চাই। যেকোনো পর্যায়ে আমি লড়ে যাব।’

উল্লেখ্য, গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি।

 

- Advertisement -

Related Articles

Latest Articles