
সোশ্যাল মিডিয়ায় হিজাব কুইন’খ্যাত আবিদা সুলতানা হীরা। আসন্ন ঈদ উপলক্ষে নতুন দুটি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। আগামী ২৬ এপ্রিল গানটির ভিডিওচিত্র প্রকাশ্যে আসবে।
হীরা বলেন, ঈদে আমার দুটি গান প্রকাশ হচ্ছে। গানের কথাগুলো বেশ চমৎকার। জুয়েল মাহমুদ সেটিকে সুরারোপ করে প্রাণ দিয়েছেন। আমার বিশ্বাস শ্রোতারা গান দুটি খুবই পছন্দ করবেন।
হীরার গাওয়া দুটি গানের একটি চট্টগ্রামের আঞ্চলিক গান। যার শিরোনাম ‘মা-বাপেরে লাগাই দিব মাইসে দেখিলে’। গানটির কথা ও সুর সংগৃহীত। অন্যটি ম্যাশ আপ। যেটিতে হীরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জুয়েল মাহমুদ। দুটো গানেরই সংগীতায়োজন করেছেন জুয়েল মাহমুদ।