17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কঠোর পদক্ষেপ গ্রহণের হুশিয়ারি

কঠোর পদক্ষেপ গ্রহণের হুশিয়ারি - the Bengali Times
অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড

কানাডার ইয়র্ক, পিল ও টরন্টোয় যেখানে ৬০ শতাংশ করোনার সংক্রমণ ঘটেছে সেখানে কঠোর পদক্ষেপ গ্রহণের হুশিয়ারি দিলেন অন্টারিও প্রিমিয়ার। গত মঙ্গলবার করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে হাসপাতালে ভর্তির চাপ সৃষ্টি হওয়ায় অন্টারিও প্রিমিয়ার ডাঘ ফোর্ড তার ‘জরুরি পদক্ষেপ’ গ্রহণের ক্ষেত্রে সম্ভাব্য কঠোরতা আরোপের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

প্রিমিয়ার ফোর্ড আরও বলেন, ‘যখন কোথাও ইনফারনো বা অগ্নিকান্ড দেখা দেয়, তখন সেখানেই দমকলের নলটি ধরা দরকার, সেটা প্রদেশ জুড়েই ধরতে হবে, কিন্তু সেটা আমরা যথোপযুক্ত স্থানেই ধরতে যাচ্ছি। যদিও সেটা আমার অপছন্দ, কিন্তু আমরা পরবর্তী কঠোরতা আরোপ করতে যাচ্ছি।’

- Advertisement -

গত পাঁচ সপ্তাহে কোভিড-১৯ সংক্রমণে নতুন করে ১৫ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন এবং এই মহামারীকালীন সময়ে হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা শয্যায় সর্বাধিক সংখ্যক রোগি ভর্তি হয়েছেন। তাতে প্রিমিয়ার নতুন ভেরিয়্যান্টের প্রকোপের কথা বলেছেন এবং তাতে দিনকে দিন, এমনকী ঘন্টায় ঘন্টায় পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles