
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরমিণী ও অভিনেতা শরিফুল রাজ দেখা হওয়ার মাত্র সাতদিনের প্রেমকে বিয়েতে রূপ দিয়েছেন। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুণিন’ সিনেমায় কাজ করার সুবাধে পরিচয় হয় তাদের। সেই সাক্ষাতের মাত্র এক সপ্তাহ পরই বিয়ে করেন দুজনে।
অনেকের কাছেই এটা নিছক পাগলামি বটে। কিন্তু তাদের কাছে এটাই ভালোবাসা, এটাই প্রেম। গতকাল শনিবার এক ফেসবুক পোস্টে যেন সেটারই ইঙ্গিত দিলেন পরী। কয়েকটি ছবির সঙ্গে নায়িকা লিখেছেন, ‘প্রেমে যদি পাগলামি না থাকে, তবে সেটা প্রেমই নয়’।