6.6 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ এর অতিথি ডাক্তার তিস্তা সোমেন বোস

রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ এর অতিথি ডাক্তার তিস্তা সোমেন বোস - the Bengali Times
আগামী ২১ মে শনিবার সকাল ১১ টায় এনআরবি টিভির পর্দায় প্রচারিত হবে রিজুয়ান রহমান ল পিসি এর সৌজন্যে “শুভ সকাল” এর নতুন পর্ব। সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা এবং বিনোদনধর্মী এই সকালের আয়োজনটি ইতিমধ্যেই দর্শক শ্রোতাদের মনে একটি বিশেষ স্থান করে নিয়েছে।
আমরা দুই বছরের অধিক সময় করোনার তান্ডবের ভয়াবহতার মধ্যে ছিলাম। কোভিড এখনো আছে, এখনো আক্রান্ত হচ্ছে মানুষ, হসপিটালে বাড়ছে রুগীর সংখ্যা। শুধু তাই নয়, প্রিয়জনকে হারানোর সংবাদও এখনো আমাদের বিচলিত করছে। আমরা বর্তমান পরিস্থিতি, সামনে কি হতে যাচ্ছে এবং কিভাবে এখন স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতে হবে তা জানতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার তিস্তা সোমেন বোসকে। তিনি বর্তমানে সিকস কিডস হসপিটালে পেডিয়াট্রিক নিউরোলজিস্ট হিসাবে কর্মরত আছেন। কোভিড-এর বিভিন্ন ওয়েভ, ভ্যাকসিন নিয়ে আলোচনার পাশাপাশি উঠে এসেছে বর্তমানে নতুন ভাইরাসটির কথা যা বাচ্চাদের লিভারে আক্রমণ করছে।
শুভ সকালের অন্যান্য নিয়মিত পর্ব বাণী চিরন্তনী, ছুটির দিনের গান, ভোরের পংক্তিমালা এবং ছুটির ফাঁদেতেও রয়েছে বরাবরের মতো কিছুটা ভিন্নতা। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন এনআরবি টিভির নিয়মিত উপস্থাপিকা, জনপ্রিয় মুখ অজন্তা চৌধুরী।
চোখ রাখুন এনআরবি টিভি পর্দায়…প্রবাসে বাংলার মুখ…
রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ এর অতিথি ডাক্তার তিস্তা সোমেন বোস - the Bengali Times
রিজুয়ান রহমান ল পিসি নিবেদিত ‘এনআরবি শুভ সকাল’ এর অতিথি ডাক্তার তিস্তা সোমেন বোস - the Bengali Times

- Advertisement -

Related Articles

Latest Articles