
বার্গার অনেকেরই পছন্দের। তাই বলে প্রতিদিন খাওয়া। তাও একদিন-দুদিন নয়, টানা ৫০ বছর ধরে এক ব্যক্তি প্রতিদিন বার্গার খেয়ে যাচ্ছেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনি একজন বার্গারপ্রেমী আছেন যুক্তরাষ্ট্রে। ৫০ বছরে ৩২ হাজার ৩৪০ টি বার্গার খেয়ে তিনি গড়েছেন বিশ্বরেকর্ডও।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে সম্প্রতি তথ্যটি নিশ্চিত করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হুইসকনসেন নিবাসী ডন গোর্সকে ১৯৭২ সালের মে মাসে প্রথম বার বিশেষ একটি বার্গার খেয়েছিলেন। বার্গারটি খেয়ে তার এতটাই ভাল লেগে যায় যে, এরপর থেকে প্রতিদিনই সেই একই বার্গার খাওয়া শুরু করেন তিনি। সেই থেকে ওই বিশেষ ধরনের বার্গার খাওয়া বন্ধ করেননি ডন গোর্সকে। এ বছর মে মাসেই বার্গার খাওয়া শুরুর সুবর্ণজয়ন্তী পালন করেন ডন। বার্গার সংস্থার তরফ থেকেও ব্যবস্থা করা হয়েছিল বিশেষ সংবর্ধনার।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল পেজে বলা হয়েছে, ১৭ মে ২০২২ এ প্রতিদিন বার্গার খাওয়ার ৫০ বছর পূর্তি উদযাপন করেছেন ডন গোর্সকে। এর মধ্যে মাত্র আট দিন বাদে প্রতিদিনই তিনি বার্গার খেয়েছেন।
ওই ওয়েবসাইট অনুসারে, ডন গোর্সকে মনে করেন বিগ ম্যাক বার্গার ‘বিশ্বের সেরা বার্গার’। সেই কারণেই তিনি প্রায় ৫০ বছর ধরে প্রতিদিন একটি করে বার্গার খান। কখনও আবার দুটিও খান।
বার্গার খাওয়া প্রসঙ্গে গোর্সকে জানিয়েছেন, তিনি যদি এক বার কোনও খাবার পছন্দ করেন, তবে সেই খাবারটিই খেতে থাকেন এক টানা। যত দিন বাঁচবেন, তত দিনই তিনি রোজ এই বার্গার খেয়ে যেতে চান বলেও জানিয়েছেন।