
নারীদের নিয়োগ এবং অধিক সংখ্যায় নারী, সংখ্যালঘু ও আদিবাসীদের ধরে রাখার ক্ষেত্রে দীর্ঘদিনের প্রতিবন্ধকতাগুলো কানাডিয়ান সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা বিভাগ দূর করতে ব্যর্থ বলে অনেক দিন ধরেই বলে আসছেন সমালোচকরা। এর সঙ্গে এবার যোগ দিলেন সামরিক ন্যায়পাল।
নতুন এক প্রতিবেদনে ন্যায়পাল গ্রেগরি লিক বলেছেন, সশস্ত্র বাহিনীতে কম প্রতিনিধিত্বশীল গ্রুপগুলোর হিস্যা বাড়াতে গত ২০ বছরে প্রতিরক্সা বাহিনী ও বিভাগ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে বাহিনীতে কম প্রতিনিধিত্বশীল গ্রুপের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে এসব উদ্যোগ খুব কমই কাজে এসেছে। সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্যের চেয়ে অনেক পিছিয়ে আছে।
সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের একটি প্যানেলের মূল্যায়ণ প্রকাশের কয়েক সপ্তাহের মাথায় ন্যায়পালের নতুন এ প্রতিবেদন সামনে এলো। বাহিনীতে বর্ণবাদ বিষয়ক আগের ডজনখানেক পর্যবেক্ষণ ও গবেষণা অনুযায়ী কাজ না করায় সশস্ত্র বাহিনীকে ভর্ৎসনা করেছে প্যানেল। বাহিনীতে ঢুকে পড়া শে^তাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ ও অন্যান্য চরমপন্থা শনাক্ত ও প্রতিরোধে যথেষ্ট কাজ না করারও অভিযোগ আনা হয়েছে বর্ণবাদ বিরোধী ওই প্রতিবেদনে।