
বিকালে হাঁটতে বের হয়ে পেয়ে গেলাম কোরিয়ান লাইলাক ফুলের ঝোপ। লাইলাক ভ্যারাইটিগুলোর মধ্যে এটা বেস্ট।
অনেকটা হাস্নাহেনা ধরণের নেশা জাগানো সুবাস। আর চকচকে বেগুনি রঙের কোনোই তুলনা হয় না। ফটোশপে এর প্রাকৃতিক রঙে হাত দেওয়ার মতো অতবড় স্পর্ধা আমার হয়নি! ওদিকে একটা গল্পও তৈরী; কোনটা পোস্ট করবো ভাবছিলাম। তবে লাইলাক সুবাসের কাছে যেকোনো গল্প হার মানতে বাধ্য।
“তখন দেখি, পথের কাছে মালা তোমার পড়ে আছে-
বুঝেছিলাম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে!”
অটোয়া, কানাডা