
সুদূর মরিশাস থেকে সাত সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন বিবি সোহেলা (২৬) নামে এক তরুণী। গত শনিবার সকালে মরিশাস থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। পরে স্বামী মুস্তাকিন তাকে গ্রামের বাড়ি ফরিদপুরে নিয়ে আসেন।
মুস্তাকিন ফকির (২৭) ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা।
মুস্তাকিন ফকির বলেন, সাড়ে তিন বছর আগে মরিশাসে কাজের সুবাদে সোহেলার সঙ্গে পরিচয় হয় মুস্তাকিনের। সেই পরিচয় পৌঁছায় প্রণয়ে। প্রেমের দুই বছরের মাথায় বিয়ে করেন তারা। বিয়ের প্রায় দেড় বছর পর চলতি বছরের ৪ জুন স্বামীর বাড়ি বাংলাদেশের ফরিদপুরের নগরকান্দায় বেড়াতে আসেন সোহেলা। বিদেশি বধূ আসার খবরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুস্তাকিনের বাড়িতে ভিড় জমান উৎসুক জনতা।
পারিবারিক সূত্রে জানা যায়, মরিশাসের রাজধানী পোর্ট লুইস শহরের এক মুসলিম পরিবারে জন্ম সোহেলার। সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। সোহেলা এখন প্রাইভেট কোম্পানিতে কর্মরত।
মুস্তাকিনের বাবা খবির ফকির বলেন, ‘এই সম্পর্ক ও বিয়ের ব্যাপারে তার ছেলে আগেই জানিয়েছিল। পরে পরিবারের সদস্যরা মিলে বিমানবন্দরে গিয়ে পুত্রবধূ সোহেলাকে গ্রহণ করেছেন।’