5.7 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

টরন্টোর পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসআইইউয়ের অভিযোগ

টরন্টোর পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসআইইউয়ের অভিযোগ - the Bengali Times
ফাইল ছবি

টরন্টোর এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ)। নগরীর ওয়াটারফ্রন্টে গত ফেব্রুয়ারিতে ৪৮ বছর
বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তার সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের পর ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হলো।

এসআইইউ বলেছে, গত ১১ ফেব্রুয়ারি পরোয়ানার ভিত্তিতে খুঁজতে থাকা এক ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সময় লেকশোর বুলভার্ড ওয়েস্ট ও লোয়ার শেরবোর্ন স্ট্রিট এলাকায় টরন্টো পুলিশের দুই কর্মকর্তা তল্লাশিরত অবস্থায় ছিলেন। এ সময় ওই ব্যক্তির সঙ্গে তাদের দেখা হয়ে যায় এবং তাকে গ্রেপ্তার করেন।

- Advertisement -

শুক্রবার কনস্টেবল লো সারকোয়ার বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ আনার কথা ঘোষণা করে এসআইইউ। এসআইইউয়ের পরিচালক জোসেফ মার্টিনো বলেন, ফেব্রুয়ারিতে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় সারকোয়া যে ফৌজদির অপরাধ করেছেন তার স্বপক্ষে যৌক্তিক কারণ আছে বলে তার বিশ্বাস। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে অভিযুক্তের ন্যায় বিচারের স্বার্থে তদন্তের ব্যাপারে এর বেশি মন্তব্য করতে চায় না এসআইইউ।

- Advertisement -

Related Articles

Latest Articles