
২০০৫ সালে অন্যতম সেরা ব্যবসা সফল ছবি ‘নো এন্ট্রি’। সালমান খান, অনিল কাপুর ও ফারদিন খানের অভিনয়ে সে সময়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। নায়িকা হিসেবে ছিলেন বিপাশা বসু, লারা দত্ত এবং সেলিনা জেটলি। ১৬ বছর পর এবার সেই ছবির সিক্যুয়েল আনা হচ্ছে। নাম হবে ‘নো এন্ট্রি মে এন্ট্রি’।
ভারতীয় গণমাধ্যমে বেশ কিছু দিন ধরেই ‘নো এন্ট্রি’র সিক্যুয়েলের খবর আসছে। এবার শোনা যাচ্ছে ‘নো এন্ট্রি মেঁ এন্ট্রি’ নামে এই নতুন ছবিতে থাকবেন ১০ জন নায়িকা! তবে আগের পার্টে যে নায়িকারা ছিলেন তারা কেউ নাও থাকতে পারে।
মুম্বাই সংবাদমাধ্যম সূত্রের খবর, ‘নো এন্ট্রি’র তিন নায়ক সালমান, ফারদিন খান এবং অনিল কপূর থাকছেন সিক্যুয়েলেও। প্রত্যেকেই ট্রিপল রোলে! এক-একটি নায়ক চরিত্র পিছু এক এক জন নায়িকা। তা হলে দশ নম্বর নায়িকা যাবেন কোথায়? তবে কি চমক হিসেবে হাজির হবেন কোনও অতিথি শিল্পী? তা নিয়েই ফের এক দফা জল্পনা বলি পাড়ায়।
অনীশ বাজমির পরিচালনায় এই সিক্যুয়েল ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা এ বছরের শেষ দিকে। কিন্তু কারা হবেন ছবির ১০ নায়িকা? তা নিয়েই সালমান ভক্তদের মধ্যে বাড়ছে কৌতুহল।