
স্পাইস জেটের একটি যাত্রীবাহী বিমানে পাখির আঘাতে ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার ক্রুসহ ১৮৫ জন আরোহী নিয়ে বিমানটি ভারতে পাটনা থেকে দিল্লিতে যাচ্ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে হঠাৎ বিমানের সঙ্গে পাখির আঘাত লাগে। এতে বিমানের বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর বিমানটি দ্রুত পাটনায় অবতরণ করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এভিয়েশন নিয়ন্ত্রক ডিজিসিএ কর্তৃপক্ষ জানায়, বিমানে পাখির আঘাতে প্রায়ই ইঞ্জিনে আগুন লেগে যায়। আজকে পাইলট দ্রুত ইঞ্জিন বন্ধ করে বিমানটি নিরাপদে অবতরণ করেন।
পাটনার কর্মকর্তা চন্দ্রশেখর সিং বলেন, ‘বিমানটি নিরাপদে অবতরণ করেছে। সবাই নিরাপদে আছেন।’