16.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

সমালোচনার মুখে অন্টারিওর অর্থমন্ত্রী রড ফিলিপসের পদত্যাগ

সমালোচনার মুখে অন্টারিওর অর্থমন্ত্রী রড ফিলিপসের পদত্যাগ - the Bengali Times
রড ফিলিপস

ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন কানাডার অন্টারিও প্রদেশের অর্থমন্ত্রী রড ফিলিপস।  লকডাউনের মধ্যে ক্যারিবীয় দ্বীপদেশে ভ্রমণ করায় জনরোষের শিকার হন তিনি। বৃহস্পতিবার সকালে দেশে ফিরে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে ফিলিপস তার সফরের জন্য ক্ষমা চান। এবং এটিকে গুরুত্বপূর্ণ ভুল হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আমি এমন সময় ভ্রমণে গেছি, যখন সেটা করা উচিত ছিল না। এ নিয়ে আমি কোনও অজুহাত দেখাব না।

উল্লেখ্য, কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিওতে সম্প্রতি রেকর্ড করোনাভাইরাস সংক্রমণের কারণে অপ্রয়োজনীয় সবরকম ভ্রমণই নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যেই গত ১৩ ডিসেম্বরে ফরাসিভাষী ক্যারিবীয় দ্বীপদেশ সেন্ট বার্টসে ব্যক্তিগত ভ্রমণে যান রড ফিলিপস।

- Advertisement -

এদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে অর্থমন্ত্রীর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। আর নতুন অর্থমন্ত্রী হিসেবে ট্রেজারি বোর্ডের সভাপতি  পিটার বেথলেনফালভি’র নাম ঘোষণা করেন ফোর্ড। তার পদত্যাগের পর এক বিবৃতিতে ফোর্ড বলেন, ফিলিপসের পদত্যাগ দেখিয়ে দিয়েছে, তার সরকার উচ্চমান বজায় রাখার ক্ষেত্রে আমাদের বাধ্যবাধকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles