10.5 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

হেঁটে অর্ধেক সেতু ঘুরে এসে বৃদ্ধ বললেন, কষ্টের দিন ‘শ্যাষ’

হেঁটে অর্ধেক সেতু ঘুরে এসে বৃদ্ধ বললেন, কষ্টের দিন ‘শ্যাষ’ - the Bengali Times
ছবি সংগৃহীত

অবশেষে উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে শামিল হতে সারা দেশ থেকে মানুষ এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া পয়েন্টে সুধী সমাবেশে উদ্বোধন করেন পদ্মা সেতু। এরপর সেতু পার হয়ে যান জাজিরা পয়েন্টে। সেখানে জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে পদ্মা সেতু খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। উচ্ছ্বসিত মানুষ হেঁটে, মোটরসাইকেলে বা বাইসাইকেলে করে এপার-ওপার ঘুরে এসেছেন।

- Advertisement -

পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে শামিল হতে এসেছিলেন এক প্রবীণ নাগরিক। অর্ধেক সেতু হেঁটে ঘুরে এসেছেন তিনি। বললেন, কষ্টের দিন শ্যাষ। শারীরিক পরিশ্রমকে কিছুই মনে করছেন না, কারণ বহুদিনের যে কষ্ট লাঘব করতে যাচ্ছে পদ্মা সেতু, তার তুলনায় এটি কিছুই না।

সাতষট্টি বছরের এক প্রবীণ জানালেন, পদ্মা সেতু দেশের উন্নয়নের চিহ্ন। এটি দেখে তার খুবই ভালো লেগেছে। তিনি অন্তত তিন কিলোমিটার হেঁটে পদ্মা সেতুর উপরে উঠেছেন।

ঢাকার চকবাজার থেকে হেঁটে পদ্মা সেতু দেখতে এসেছেন ৮০ বছরের আরেক প্রবীণ। বৃদ্ধ জানালেন, আগে কারবারিরা ওপার থেকে মাল আনতে বেশ ভোগান্তিতে পড়তেন, এখন সেটি আর হবে না।

 

- Advertisement -

Related Articles

Latest Articles