
এই চেয়ারটা দেখে কী ভাবছেন? কেউ বসেছিলো এবং সে চলে গেছে তাই চেয়ারটা খালি? নাকি কেউ এসে বসবে অথচ আসি আসি করেও এখনো আসেনি তাই এই শূন্যতা।
জানি এ প্রশ্নের উত্তর অনেক সহজ। ওর বয়স ও রঙ দেখে সহজেই বলে দেওয়া যায় কেন ওভাবে পড়ে আছে একা।
তবে, চেয়ার না হয়ে যদি ওই বয়সী কোন চোখের দিকে আপনার দৃষ্টি যেতো তবে কি বলতে পারতেন ঐ শূন্য চোখ কী দেখছে। কারোর আগমন না প্রস্থান?
বোনাসঃ চোখ আর মনের কোন বয়স নেই
দ্বিতীয় বোনাসঃ কেউ ইচ্ছে করলে শূন্য চেয়ারকে চোখ না ভেবে ভাবতে পারেন কারোর হৃদয়।
স্কারবোরো, অন্টারিও, কানাডা