
বাসার সামনে বৃষ্টি ভেজা গাছটায় এখন ঝলমল করছে থোকায় থোকায় আম্রমুকুল। আমি আসলে এ নামেই ডাকি।
জানালা খুললেই মিষ্টি সুবাসে ভরে যায় সারা ঘর। মাত্র দু’সপ্তাহের জন্য ফোটে। এদেশের বেশিরভাগ ফুলই সপ্তাহ দু’য়েকের বেশি থাকে না। তবে প্রতি সপ্তাহে চলতে থাকবে চমক; একের পর এক ফুল ফুটবে সিরিয়ালী।
সেই মে মাস থেকে অক্টবর পর্যন্ত চলবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। কেউ ফার্স্ট হয় না, আসলেই অংশগ্রহণ করাটা মুখ্য।
আহা, সত্যই যদি আম ধরতো?
জুন ২৩, ২০২২।
নিকন।
অটোয়া, কানাডা