
চলতি বছরের প্রথম প্রান্তিকে কানাডিয়ানদের ঋণ যে পরিমাণে বেড়েছে আয় বেড়েছে তার চেয়ে বেশি। স্ট্যাটিস্টিকস কানাডা সম্প্রতি এই তথ্য দিয়েছে।
সংস্থাটি বলছে, মৌসুমি সমন্বয়ের ভিত্তিতে পরিবারপ্রতি ঋণের পরিমাণ পরিবারপ্রতি আয়ের তুলনায় কমে ১৮২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। আগের প্রান্তিকে হারটি ছিল যেখানে ১৮৫ শতাংশ। এটা সম্ভব হয়েছে এই কারণে যে, হাউজহোল্ড ঋণ বাজারের প্রবৃদ্ধি ২ শতাংশ হলেও পরিবারের আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৩ শতাংশ।
মর্টগেজ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাকল্যে ২ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে নন-মর্টগেজ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ হাজার ৬২০ কোটি ডলার। প্রথম প্রান্তিকে পরিবারপ্রতি ঋণ পরিশোধ অনুপাত দাঁড়িয়েছে ১৩ দশমিক ৪৮ শতাংশ, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় যা ১৩ দশমিক ৭২ শতাংশ কম।