1.1 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

আবেগপ্রবণ হয়ে পড়লেন গৌরী

আবেগপ্রবণ হয়ে পড়লেন গৌরী
শাহরুখ ও গৌরী

ভারতীয় চলচ্চিত্রে শাহরুখ খানের তিন দশক পূর্ণ হয়েছে ২৫ জুন। দীর্ঘ এই সময়ে দুর্দান্ত অভিনয় দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন একাধিক ব্লকবাস্টার সিনেমা। দর্শকদের কাছে পেয়েছেন কিং খানের খেতাব।

ক্যারিয়ারের তিন দশক পূর্ণ হওয়ার বিশেষ দিনে স্বামী শাহরুখকে নিয়ে সামাজিকমাধ্যমে আবেগপ্রবণ পোস্ট করেন স্ত্রী গৌরী খান।
এদিনহ অর্থাৎ শনিবার (২৫ জুন) শাহরুখের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘পাঠান’র পোস্টার প্রকাশ্যে এসেছে। সামাজিক মাধ্যমে মোশন পোস্টারটি শেয়ার করেন গৌরী।

- Advertisement -

এর ক্যাপশনে স্বামীর উদ্দেশ্যে তিনি লেখেন, আমাদের পক্ষে বোঝা কঠিন একজন বাবা, স্বামী, বন্ধু ছাড়া আর কী কী তুমি- কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করো। আমরা শুধু বুঝতে পারি, তুমি গতকালের থেকে আজ আরো কঠোর পরিশ্রম করার চেষ্টা করেছ।

গৌরীর এই পোস্ট দেখে আপ্লুত হয়ে পড়েন শাহরুখ অনুরাগীরা।

‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে সেলুলয়েডে অভিনয় জীবন শুরু করেছিলেন শাহরুখ। ১৯৯২ সালের ২৫ জুন মুক্তি পেয়েছিল সিনেমাটি। ৩০ বছরের বলিউড সফরে রেকর্ড তৈরি করে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। শিগগিরই ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ সিনেমায় দেখা যাবে তাকে।

- Advertisement -

Related Articles

Latest Articles