
প্রেমিকের সাথে দেখা করার ইচ্ছাপোষণ করেছিলেন ট্রাক চালক প্রেমিক। কিন্তু প্রেমিকের সেই ইচ্ছা পূরণ করেননি তার প্রেমিকা। আর তাতে ক্ষিপ্ত হয়ে প্রেমিকার বাড়ির উপরই ট্রাক উঠিয়ে দিয়েছেন ওই যুবক!
স্কটল্যান্ডের সাউথ ল্যানারকশায়ারের ইস্ট কিলব্রাইডের একটি বাড়িতে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেমিকের নাম ডেরেক ওয়েলিংটন (৩৪)। তিনি ওই এলাকাটিরই বাসিন্দা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেমিকা দেখা করতে অস্বীকৃতি জানানোর কারণে প্রচণ্ড রেগে যান ওয়েলিংটন। তখন তিনি প্রেমিকাকে বলতে থাকেন, আমি তোমার বসার ঘরে আমার ট্রাকটি পার্ক করবো।
বিবিসি জানায়, ওয়েলিংটন যখন তার প্রেমিকের বাড়িতে লরি দিয়ে বার বার আঘাত করছিলেন তখন ওই বাড়িতে দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্ক লোক অবস্থান করছিলেন।
এদিকে একটি ভিডিওতে দেখা যায়, ডেরেক ওয়েলিংটন তার ট্রাক দিয়ে প্রেমিকার বাড়িতে সজোরে আঘাত করতে থাকেন। মুহূর্তেই ওই বাড়ির একাংশ ভেঙে চুরমার হয়ে যায়। বাড়ির অন্য অংশেও ফাটল ধরে। এ সময় ওই ট্রাকটিও অনেক ক্ষতিগ্রস্ত হয়।