6.2 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুকধারীর গুলি, নিহত ১৫

দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুকধারীর গুলি, নিহত ১৫

দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরের একটি বারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন।

- Advertisement -

আজ রবিবার দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শনিবার গভীর রাতে বন্দুকধারীরা রাইফেল ও পিস্তল হাতে বারটিতে ঢোকে। এরপর সেখানে থাকা লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১৫ জন নিহত এবং ৯ জন আহত হন।

পুলিশ আরও জানায়, এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সোয়েটো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পিটারমারিটজবার্গের একটি সরাইখানায় এলোপাতাড়ি গুলিতে ৪ জন নিহত ও ৮ জন আহত হন।

দুটো ঘটনা একে অপরের সঙ্গে সম্পর্কিত নেই বলে মনে করছে পুলিশ। পুলিশের একজন মুখপাত্র জানান, হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়।

- Advertisement -

Related Articles

Latest Articles