
ফ্লু এবং কোভিড-১৯ এর সম্মিলিত ভ্যাকসিন নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে মডার্না ও নোভাভ্যাক্স ইনকর্পোরেশন। এটাকে
ভবিষ্যৎ হিসেবে দেখছেন ডা. ব্রায়ান কনওয়ে। তার ভাষায়, অনেকেই বলছেন, কোভিড-১৯ আরও কিছুদিন থাকবে। পাশাপাশি ফ্লু তো আছেই এবং আমরা কেবল বছরভিত্তিতে জনগণকে ভ্যাকসিনেটেড করছি। কিন্তু এই মুহুর্তে বিলম্ব না করে দ্রুত ফ্লু শটটি নিয়ে নিন। ভ্যানকুভার ইনফেকশাস ডিজিস সেন্টারে তার কার্যালয়ে বসে এ পরামর্শ দিনে তিনি।
ডা. কনওয়ে বলেন, এই মৌসুমে ইনফ্লুয়েঞ্জা বাড়বে বলে যে বিবৃতি দেওয়া হয়েছে তার সঙ্গে সবাই কমবেশি একমত বলে আমি মনে করি।
গত ফল ও শীতের কারণেই এবার ইন্ফুয়েঞ্জা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জমায়েতে নিষেধাজ্ঞার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান ও হাত ধোয়ার মতো কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধির কারণেই ওই সময় ইন্ফুয়েঞ্জার প্রাদুর্ভাব ছিল না বলে মনে করেন তারা। বর্তমানে স্বাভাবিক সামাজিক জীবন ফিরে আসতে শুরু করায় ইন্ফুয়েঞ্জার মৌসুমও ফিরে আসবে। তাছাড়া জনগণ এখন ভাইরাসের প্রতি আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল।
ডা. কনওয়ে বলেন, গত ফ্লু মৌসুম বা ফ্লু শট নেওয়ার কারণে নাগরিকদের মধ্যে ফ্লুর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠেনি। সুতরাং ইনফ্লুয়েঞ্জার রেকর্ড বিবেচনায় সবচেয়ে ভালো বছরটি থেকে আমরা অন্য কোনো দিকে যাচ্ছি।
অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ফ্লু শটের প্রাপ্যতা বাড়বে বলে আশা করছে ব্রিটিশ কলাম্বিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। ইনফ্লুয়েঞ্জার উপসর্গগুলোও অনেকটা কোভিড-১৯ এর মতোই। এর ফলে জ¦র, কাশি, গলা ব্যথা, মাথা ও মাংসপেশিতে ব্যথা অনভূত হয়।
ব্রিটিশ কলাম্বিয়া সোসাইটি অব অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজির সাবেক প্রেসিডেন্ট ড. রস চ্যাং বলেন, কারো মধ্যে এ নিয়ে কোনো উদ্বেগ থাকলে কোভিড-১৯ পরীক্ষা করে নেওয়া ভালো। আমার মনে হয় জ¦রসহ কারো কোনো ধরনের সংক্রমণ দেখা দিলে এবং তা স্থায়ী হলে কোভিড-১৯ পরীক্ষা উত্তম।